Logo
Logo
×

সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড

শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের

সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, বিগত সরকারের ‘নীল নকশা’য় পরিকল্পিতভাবে বিডিআর সদস্যদের ফাঁসানো হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের জেলবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকুরিতে পুনঃবহাল করতে হবে। একই সাথে পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত, ক্ষতিপূরণ দাবি এবং ২৫ ফেব্রুয়ারি সেনা হত্যা দিবস হিসেবে পালনের দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। চারপাশের মানুষজনের কাছে তারা নিগৃহীত হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন