জুলাই ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস সচিব
ইউএনবি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
জুলাই বিপ্লব নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি ঘোষণা প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে অস্থায়ী সরকার শিগগিরই এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে এবং আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা হবে। আশা করি, আপনারা এই বিষয়ে আরও অগ্রগতি দেখতে পাবেন।’
তিনি আরও জানান, ‘জুলাই ঘোষণার অগ্রগতির বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে অনেক ফোন কল এসেছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও বক্তব্য রাখেন। গত ৩০ ডিসেম্বর অস্থায়ী সরকার জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের একটি ঘোষণা প্রণয়নের প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেছিল।
প্রেস উইং জানিয়েছে, এই ঘোষণার লক্ষ্য হলো জুলাই বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা জনগণের ঐক্যকে দৃঢ় করা, যা ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের দাবিকে প্রতিফলিত করবে।