Logo
Logo
×

সংবাদ

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযান

সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৫১ পিএম

সশস্ত্র ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটির লংগদুর কিচিংছড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে চুক্তিবিরোধী প্রসীত সমর্থক আঞ্চলিক দল ইউপিডিএফের এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৫টায় রাঙ্গামাটির লংগদু সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিচিংছড়া এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযানের পর তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২টি মোবাইল ফোনসহ বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পোষাক পরিহিত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন