Logo
Logo
×

সংবাদ

৯ বছরের ইতিহাসে বায়ুদূষণের রেকর্ড ঢাকায়

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম

৯ বছরের ইতিহাসে বায়ুদূষণের রেকর্ড ঢাকায়

গত ডিসেম্বর বায়ুদূষণে রেকর্ড সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। গত ৯ বছরে ডিসেম্বরে এত ভয়াবহ দূষণ দেখা হয়নি। 

গত১৪ ডিসেম্বর বায়ু পরিস্থিতি ছিল দুর্যোগপূর্ণ। বায়ুর মান যখন খুব খারাপ হয়, তখন তাকে 'দুর্যোগপূর্ণ' বলা হয়। গত ডিসেম্বরের ১১ দিন ছিল 'দুর্যোগপূর্ণ'। 

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ২০১৬ সাল থেকে বায়ুর মান পর্যবেক্ষণ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক গবেষণায় ২০২৪ সালের ডিসেম্বর মাসের দূষণ পরিস্থিতি তুলে ধরেছে, যেখানে বায়ু মান ছিল অতীতের চেয়ে মারাত্মক।

বিশেষজ্ঞদের মতে, ইটভাটা, কলকারখানার ধোঁয়া, ফিটনেসবিহীন গাড়ি, রাস্তার ধুলাবালি, নির্মাণকাজ এবং যত্রতত্র বর্জ্য পোড়ানোর কারণে দূষণের মাত্রা অব্যাহতভাবে বেড়েছে।  

ক্যাপসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বায়ুর গড় মান ছিল ২৮৮, যা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের ডিসেম্বরে এই মান ছিল ১৯৫, অর্থাৎ গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এর মধ্যে গত ১৪ ডিসেম্বর রাত ১১টায় ঢাকার বায়ুর মান ছিল ৮৮০, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ঢাকার বায়ু দূষণের ভয়াবহ প্রভাব নগরবাসীর স্বাস্থ্যের ওপর পড়েছে। ২৫০ শয্যার টিবি হাসপাতালে রোগী আসার সংখ্যা গত মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চিকিৎসকরা জানান, দূষণের কারণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা স্বাভাবিক সময়ে দেখা যায় না।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক জানিয়েছেন, নভেম্বর মাসে পুলিশ বাহিনীর কম উপস্থিতির কারণে ইটভাটার বিরুদ্ধে অভিযান তেমন ছিল না, এবং ঢাকার রাস্তার পাশের বর্জ্য পোড়ানোও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন