Logo
Logo
×

সংবাদ

শহিদ মিনারে সমাবেশ ডেকেছে জাতীয় বিপ্লবী পরিষদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

শহিদ মিনারে সমাবেশ ডেকেছে জাতীয় বিপ্লবী পরিষদ

আগামী শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নাগরিক সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব হাসান মোহাম্মদ আরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চব্বিশের রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।’

বিজ্ঞপ্তিতে সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন