Logo
Logo
×

সংবাদ

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে ছাত্র-জনতার ঢল নেমেছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছেন। উপস্থিতদের মধ্যে অধিকাংশই তরুণ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় জড় হতে থাকেন তারা। বেলা সাড়ে ৩টায় দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা  মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছেন। বিভিন্ন জেলার ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং থানার ব্যানারে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন। এখনো অনেকে আসছেন। 

তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছেন। এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।  

সমাবেশের সামনের কাতারে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিকেল ৩টা ৫০ মিনিটেও সমাবেশ শুরু হয়নি। 

উল্লেখ্য, গত দুদিন ধরে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ঘোষণাপত্রের পক্ষে-বিপক্ষে নানা তর্কবিতর্ক শুরু হলে সরকার ঘোষণা দেয়, অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে। পরে গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, মঙ্গলবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন