মালদ্বীপে মাদকবিরোধী অভিযানে তিন বাংলাদেশি গ্রেপ্তার
মালদ্বীপে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন তুহিন মিয়া (৩৪), মো. আহনান (৫১) ও মো. শাজালাল (৩৩)।
মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১০২ বোতল চোরাই মদসহ আটক ৩ বাংলাদেশিকে আদালতের নির্দেশে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ওই দিন হুলহুমাল শহরের সমুদ্রসৈকত এলাকায় মো. আহনান (৫১) নামে এক বাংলাদেশি একটি পিচবোর্ডের বাক্স বহন করে নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনক গতিবিধির কারণে তাকে ট্র্যাক করে পুলিশ। বাক্সটি পুঁতে রেখে সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে চালানো এ অভিযানে মদ তৈরি করার অস্থায়ী কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় কারখানা থেকে আরও ২ বাংলাদেশি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকের এ মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে মালদ্বীপ পুলিশ। সূত্র: বিডিনিউজ২৪।কম