ঢাবিতে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মোছার ঘটনায় প্রক্টরিয়াল টিমের দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আজ রবিবার (২৯ ডিসেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার রাতে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের দুটি পিলারে থাকা শেখ মুজিব এবং স্বৈরাচার শেখ হাসিনার ঘৃণাসূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়। এই দুটি গ্রাফিতি জুলাই আন্দোলনে বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের প্রতিনিধিত্ব করে।
এতে আরও বলা হয়, বিষয়টি প্রক্টরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি।
প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে গত রাতেই শিক্ষার্থীরা মুছে ফেলা গ্রাফিতি আবার এঁকেছেন জানিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই স্তম্ভটিকে ঘৃণাস্তম্ভ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিবে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় মেট্রোরেলের পিলারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা প্রক্টরের পদত্যাগেরও দাবি করেন।