Logo
Logo
×

সংবাদ

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেপ্তার

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে চার মুসল্লি নিহতের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে (৪৫) ঢাকার সাভারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার জিএমপির উপকমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন এ খবর নিশ্চিত করেন।

এনএম নাসিরুদ্দিন বলেন, ভোরে চট্টগ্রামে জিয়া বিন কাসেম গ্রেপ্তার হয়েছেন। তাকে টঙ্গীতে আনা হচ্ছে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামি। 

এ তথ্য নিশ্চিত করে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থি কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় শনিবার সকালে গ্রেপ্তার হয়েছেন৷ বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে৷

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে হামলায় চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের (জুবায়েরপন্থি) পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন