Logo
Logo
×

সংবাদ

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়—বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো: আহ্বায়ক-মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীম।

অফিস আদেশে বলা হয়েছে—জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হবেন।

অফিস আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়— (ক) সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন; (খ) অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদ্ঘাটন; (গ) এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন