Logo
Logo
×

সংবাদ

সচিবালয়ে আগুন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

সচিবালয়ে আগুন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনা 'সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র'।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ”

সচিবালয়ের বুধবার দিবাগত রাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ছয় ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পোড়া ৭ নম্বর ভবনে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মাহমুদ ফেসবুকে লিখেছেন, "মন্ত্রণালয়ের বিগত সময়ে অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।”

আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।” 

মাহমুদ বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন জানিয়ে, যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসবেন বলে জানান।

বুধবার রাত পৌনে ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। সচিবালয় ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিটে। পরে বিভিন্ন এলাকা থেকে এসে মোট ১৯টি ইউনিট ইউনিট যোগ দেয়। তাদের ৬ ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার (২৬) ডিসেম্বর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন