মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহী বি. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি. চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেছেন, ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করা ভুল সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে বিকল্প ধারার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আজ মঙ্গলবার বারিধারার বাসভবন মায়াবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহী বি. চৌধুরী বলেন, ‘এই সিদ্ধান্ত দলীয় ভাবমূর্তি ও নেতৃত্বের প্রতি আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। পরিবর্তন প্রত্যাশী তরুণ ও সংস্কারপন্থি নাগরিকরা আমাদের পদক্ষেপকে সুবিধাবাদী হিসাবে দেখেছেন। এর ফলে দলের জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে।’
মাহী বি. চৌধুরী ২০১৮ সালের ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে বিকল্প ধারাকে স্বকীয় রাজনীতি ও আদর্শে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মের কাছে বিকল্প ধারার প্রাসঙ্গিকতা ধরে রাখতে হলে আত্মসমালোচনা ও ভুল সংশোধন জরুরি। ২০১৮ সালের নির্বাচনের পর বিকল্প ধারা এবং আওয়ামী লীগের মধ্যে আর কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনকি সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানেও বিকল্প ধারার কেন্দ্রীয় নেতারা উপস্থিতি ছিলেন না। ২০১৮ সালের প্রহসনমূলক নির্বাচনে একতরফা বিজয়ের চেয়ে ২০২৪ সালের সম্ভাব্য পরাজয় আমাদের কাছে অনেক বেশি সম্মানজনক।’