বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল বিমানবন্দরে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মইনুল ইসলামকে বিমানবন্দরে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার স্ত্রীসহ কানাডার উদ্দেশে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে আটক করা হয়।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম।
সূত্রে জানা গেছে, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল(অব.) ফজলুর রহমান কমিশনের আইন মোতাবেক সেকশন ৪ এর ক্ষমতাবলে লে. জেনারেল (অব.) মইনুলের বিরুদ্ধে সমন জারি করে পুলিশ প্রধানকে জানিয়েছেন।
এর আগে এক ফেসবুক পোস্টে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, পিলখানা গণহত্যা পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন লে. জেনারেল মঈনুল (অব.)। গতকাল বিডিআর হত্যা ঘটনার তদন্ত কমিশন গঠনের পর তিনি বেশ তরিঘড়ি করে দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। বর্তমানে তিনি ইমিগ্রেশন অতিক্রম করে সন্ধ্যা ৭.৩০ এর ইমিরেইটস ফ্লাইটের অপেক্ষা করছেন। বিডিআর হতাযজ্ঞের যথাযথ তদন্তের জন্যে এই ব্যক্তির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন কোন মতেই বাংলাদেশ ত্যাগ করতে না পারেন, সকলের তা নিশ্চিত করা উচিত।
বিস্তারিত আসছে...