Logo
Logo
×

সংবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

৩ ধরনের তথ্য চেয়েছে দুদক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

৩ ধরনের তথ্য চেয়েছে দুদক

শেখ হাসিনা

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ করে ৮ প্রকল্পের ৩ ধরনের তথ্য চেয়েছে । আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, Bangladesh Economic Zones Authority অথবা Bangladesh Export Processing Zones Authority (BPZA) ৮টি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাট অথবা আত্মসাৎসংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিনকে দলনেতা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধানী দল গঠন করা হয়েছে।

এতে উল্লিখিত ৮টি প্রকল্প হলো- মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প-২, BEPZA অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ১ম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২টি মডার্ন ফায়ার স্টেশন স্থাপন প্রকল্প, মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর (বিএসএমএসএন) উন্নয়ন প্রকল্প।

চিঠিতে ৩ ধরনের তথ্য চাওয়া হয়েছে। এগুলো হলো-

১. উল্লিখিত প্রকল্পগুলোর প্রস্তাব অথবা প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব অথবা প্রাক্কলন, বাজেট অনুমোদন, বাজেট বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ, প্রকল্পের সর্বশেষ অবস্থাসংক্রান্ত তথ্যাদি সংবলিত নথির নোটাংশ ও পত্রাংশের সংযুক্তিসহ রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।

২. উল্লিখিত প্রকল্পগুলোতে কোনো Inspection বা তদন্ত হয়ে থাকলে তৎসংশ্লিষ্ট প্রতিবেদনের সত্যায়িত কপি।

৩. প্রকল্পগুলোর পৃথক সার-সংক্ষেপের কপি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন