Logo
Logo
×

সংবাদ

প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন, যেসব ইস্যুতে আলাপ হলো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ এএম

প্রধান উপদেষ্টাকে জ্যাক সুলিভানের ফোন, যেসব ইস্যুতে আলাপ হলো

ড. ইউনূস ও জ্যাক সুলিভান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে দুই দেশের পারস্পরিক স্বার্থসহ নানা বিষয়ে আলাপ করেছেন তারা।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ কথা বলেছেন। চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফোনালাপে উভয় নেতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আলাপকালে জ্যাক সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং রাজনৈতিক, নির্বাচনসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার শুরুর প্রশংসা করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাশাপাশি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করায় ড. ইউনূসকে ধন্যবাদ জানান তিনি।

ফোনালাপে তারা দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এ সময় বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদারভাবে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

অধ্যাপক ইউনূস জ্যাক সুলিভানকে জানান, জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার আশা করছেন তিনি। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন