Logo
Logo
×

সংবাদ

সপরিবারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

সপরিবারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তাঁর স্ত্রী সিলভিয়া পারভীন ও দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি, মির আহমেদ আলী সালাম। তিনি বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়াও টিআর-কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজেদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি অনুসন্ধান করছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তারা দেশত্যাগ করলে তদন্তকাজ বিঘ্নিত হতে পারে এবং দেশে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রেরণের নির্দেশ দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন