Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম মজুমদার

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমি তো কোনো বাধা দেখছি না। কোনো রকম বাধা তাদের জন্য সৃষ্টি করা হয়েছে বলে আমি তো দেখছি না। আওয়ামী লীগের ব্যাপার, আমরা চাই একটা অর্ন্তভুক্তিমূলক নির্বাচন। তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোনো রকম বাধা-বিপত্তি তাদের দেওয়া হবে না। সে রকম আমরা একটা নির্বাচন চাই। আমি আশা করি সব দলই নির্বাচনে অংশ গ্রহণ করবে।’

এত দিন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার কারণ উল্লেখ্য করে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে না পারার বড় কারণ, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ফলে তাঁরা বিভিন্নভাবে নির্বাচনী কর্মকর্তাদের ও নির্বাচনী ব্যবস্থাকে, নির্বাচনকে প্রভাবিত করেছে।

তিনি বলেন, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন প্রভাবিত করার প্রশ্ন আসে না। আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে।

বদিউল আলম মজুমদার বলেন, সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করতে পারব। ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার তালিকা সঠিক করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের সুপারিশে এটা থাকবে। আশা করি নির্বাচন কমিশন এটা করবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন