Logo
Logo
×

সংবাদ

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি

মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে মাওলানা জুবায়ের অনুসারীরা। আজ বুধবার সচিবালয়ে সরকারের সাতজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুবায়েরের অনুসারী মাওলানা মামুনুল হক এই তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁর পাশে ছিলেন।

মামুনুল হক বলেন, তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সাদপন্থিরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। তারা যা করেছে তাতে তাদের আর ইজতেমার প্রশ্নই আসে না।

মামুনুল হক আরও বলেন, সাদপন্থিরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিল এবং এর জের ধরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে আজকের মধ্যেই।

এরপরও সরকার সাদপন্থিদের ইজতেমা করার অনুমতি দিলে তাদের অবস্থান কী হবে, এই প্রশ্নে তিনি বলেন, ‘আশা করছি সরকার সেই ভুল করবে না।’

মামুনুল হক বলেন, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করবো। আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি, সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন