Logo
Logo
×

সংবাদ

এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

এবার সারদায় পুলিশ একাডেমির ৪০তম বিসিএস-এর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।  গতকাল রবিবার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে তারা এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এ ছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করে। 

নোটিশে আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যা পূর্বক নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। 

এর আগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে কয়েক দফায় ৩১০ জন ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) শোকজ করার পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এএসপিদের এটাই প্রথম শোকজ। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন