Logo
Logo
×

সংবাদ

আগামী ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে, থাকবে কুয়াশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

আগামী ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে, থাকবে কুয়াশা

আগামী ৫ দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এই পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুরো দেশের উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আজ রাতে দেশের নৌপথগুলোর দৃষ্টিসীমা ১০০ থেকে ২০০ মিটারের নিচে নেমে আসার আশঙ্কা করা যাচ্ছে। ফলে আজ রাতে দেশের সকল নৌযান চলাচল বন্ধ রাখা কিংবা গতিসীমা ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের নিচে নামিয়ে আসার পরামর্শ দেওয়া যাচ্ছে। 

তিনি আরও বলেন, একইভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের সড়ক ও মহাসড়কগুলোতে আজ রাতে ব্যক্তিগত গাড়ি চলাচল না করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বাণিজ্যিক বাস ও ট্রাক চলাচলে গতিসীমা ২০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া আজ রাতে সড়ক ও মহাসড়কগুলোতে চলাচলে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। আগামীকাল রাজশাহী সৈয়দপুর, ও ঢাকা বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। চলমান এই কুয়াশা কমপক্ষে ৩ দিন স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

উল্লেখ্য,  গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী জেলার বদলগাছীতে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর সঙ্গে সম্পর্কিত খাত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন