চট্টগ্রামে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
চট্টগ্রামের সিইপিজেডে ইউনিটি এক্সেসরিস লিমিটেড ফ্যাক্টরির চতুর্থ তলায় কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আজ শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইপিজেড বেপজা গেটের সামনে ১ নম্বর রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।
চট্টগ্রাম সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আটটি ইউনিট নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ছয়তলা ভবনের চার তলায় আগুনে সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন অন্য ফ্লোরে ছড়াতে পারেনি। চার তলায় আগুন সীমাবদ্ধ রয়েছে। আগুন নেভার পর পর্যালোচনার পর কত টাকার ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হবে।