বাস-ট্রাক সংঘর্ষে দুই চালকসহ প্রাণ গেল ৩ জনের
ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে উভয় গাড়ি চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। তাছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন বাসযাত্রী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাদুমোড়ে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে গাড়ি দুটি দুর্ঘটনায় পড়ে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি স্লিপার কোচ ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই গাড়ির চালক ও একজন বাসযাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১২ জন যাত্রী।
ঠাকুরগাঁও ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে যান চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম।