Logo
Logo
×

সংবাদ

আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম

আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কামরুল ইসলাম নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে নাচোল ইউনিয়নের হাঁকরোল সাঁওতালপাড়া এলাকার একটি পেয়ারা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলির ছেলে। একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে হাঁকরোল এলাকার একটি পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন