Logo
Logo
×

সংবাদ

শাহবাগে আহত ব্যক্তিকে চিন্ময় কৃষ্ণের আইনজীবি বলে প্রচার ভারতীয় গণমাধ্যমে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

শাহবাগে আহত ব্যক্তিকে চিন্ময় কৃষ্ণের আইনজীবি বলে প্রচার ভারতীয় গণমাধ্যমে

চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনি লড়াই করায় তার আইনজীবী রমেন রায়ের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়েছে এবং একই সাথে তার বাড়িও তছনছ করা হয়েছে- এমন একটি দাবি করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমও সয়লাব হয়ে গেছে এমন দাবির পোস্টে। তবে ফ্যাক্ট অর ফলসের অনুসন্ধানে জানা যাচ্ছে আহত রমেন রায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী নন এবং তার বাড়িঘরেও হামলার কোনো ঘটনা ঘটেনি।

মূলত গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর শাহবাগে তার অনুসারীদের অবস্থান কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আইনজীবী রমেন রায়। হামলায় আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে রমেন রায় সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে হঠাৎ বেশ কয়েকজন লোক লাঠি হাতে নিয়ে এসে আমাদের ওপরে হামলা চালায়। এ সময় আমি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হই। পরে কয়েকজন আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে।”

রমেন রায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী নন নিশ্চিত করে সনাতনী জাগরণ জোটের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস গতকাল সোমবার (২ ডিসেম্বর) জানিয়েছেন, ”আহত ব্যক্তি চিন্ময় কৃষ্ণের আইনজীবী নন। এটি একটি ভুয়া দাবি। চট্রগ্রামে কোনো আইনজীবীর ওপর আজ হামলা হয়নি।”

আহত রমেন রায়ের বোন চম্পা রায় ফ্যাক্ট অর ফলসকে জানান আহত রমেন রায় বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে চিকিৎসারত রয়েছেন। তবে তিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী নন বলে জানান তিনি। একইসাথে তাদের বাড়িঘরে কোনো হামলার ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, ”দাদা কোমায় রয়েছেন। আমাদের বাড়িঘরে কোনো হামলা হয়নি। কারা এগুলো প্রচার করছে আমার জানা নেই। রাজনৈতিক ইস্যু বানানোর জন্যই এগুলা বলা হচ্ছে। যেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। আমরা চাইনা আর কোনো মানুষের রক্ত ঝরুক, দেশে অশান্তি হোক।”

রমেন রায়কে নিয়ে বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়ার সূত্রপাত ঘটেছে কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের একটি টুইট ও সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকার থেকে।

রাধারমণ তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখেন, “অনুগ্রহ করে অ্যাডভোকেট রমেন রায়ের জন্য প্রার্থনা করুন। আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে লড়াই ছিল তার একমাত্র অপরাধ। ইসলামিস্টরা তার বাড়ি তছনছ করেছে এবং তার উপর নৃশংস হামলা চালিয়েছে। বর্তমানে তিনি আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।”

সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে রাধারমণ দাস বলেন, ”চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষে লড়ার কারণেই তার উপর এই হামলার ঘটনা ঘটেছে। এতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দাঁড়ানো ব্যক্তিদের উপর ক্রমবর্ধমান বিপদের বিষয়টিই প্রতিফলিত হচ্ছে।”

আহত রমেন রায়ের পরিবার, বাংলাদেশের কর্তৃপক্ষ, ও চিন্ময় কৃষ্ণের সংগঠন সনাতনী জাগরণ মঞ্চসহ অন্য কোনো সূত্রে নিশ্চিত হওয়া ছাড়াই কেবলমাত্র রাধারমণ দাসকে উদ্ধৃত করে মিথ্যা তথ্য সংবলিত খবর প্রকাশ করেছে দ্য হিন্দু , হিন্দুস্থান টাইমস, সিএনএন নিউজ এইটিন, মিন্ট, টাইমস অব ইন্ডিয়া, ফার্স্টপোস্ট, এনডিটিভি, এবিপি, সংবাদ প্রতিদিনসহ আরও বহু সংবাদমাধ্যম।

সূত্র: ফ্যাক্ট অর ফলস

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন