Logo
Logo
×

সংবাদ

ইসি সচিব শফিউল আজিম ওএসডি, এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

ইসি সচিব শফিউল আজিম ওএসডি, এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর

অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে’ জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে ইসি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ইসি সচিব জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন