Logo
Logo
×

সংবাদ

খুলনায় ভারতীয় দূতাবাসে কঠোর নিরাপত্তা

Icon

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

খুলনায় ভারতীয় দূতাবাসে কঠোর নিরাপত্তা

খুলনায় ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার সোমবার (২ ডিসেম্বর) রাতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে বাংলাদেশে ভারতীয় দূতাবাস ও সহকারী মিশনগুলোয় স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশপাশে বাড়তি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

সোমবার রাতে দেখা গেছে, খুলনার শামসুর রহমান সড়কে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন