Logo
Logo
×

সংবাদ

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে তার (মুয়াজ) বিরুদ্ধে এই মামলা করেন।

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম মামলার। তিনি বলেন, নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। এই মামলায় একমাত্র আসামি মুয়াজ আরিফ। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন