এস আলমের পাচারের সুবিধার্থে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছিল: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের সব অপকর্মের ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনৈতিক শ্বেতপত্রে তাদের (আ. লীগ) উন্নয়নের গল্পের পোস্টমর্টেম করা হয়েছে। সেখানে যে চিত্র বেরিয়ে এসেছে তা ভয়াবহ। চোখের সামনে একটা বিশাল লুটপাট হয়েছে।
আজ রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছরে যা হয়েছে তার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাজার হাজার লোককে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেগুলোর বিচার হবেই। পুরো দেশকে যারা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, তার বিচার অবশ্যই হবে। কেউ ছাড় পাবে না।’
শফিকুল আলম বলেন, স্বৈরাচার পতনের ছয় মাস আগে ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছিল। আমাদের গভর্নর বলেছেন যে, ওই পুরো ৬০ হাজার টাকা ছাপানোর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে পাচারে সাহায্য করা।'
প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ফোকলা করে দেওয়া হয়েছে, তা সবাই জানতে পারবেন। আশা করি, ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেবে। শিল্প খাতে যে মহাচুরি হয়েছে, তার বিচার অবশ্যই হবে।ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন।
কমিশন পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে প্রতিবেদনটি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি, এটি সব দিক তুলে ধরে একটি বিস্তৃত প্রতিবেদন হবে। জনগণের অর্থ লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজস্ব পথে চলবে।
এ সময় উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।