Logo
Logo
×

সংবাদ

অল্প আয়ের শ্রমিকের তালিকায় বাংলাদেশ ৩ নম্বরে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:১০ এএম

অল্প আয়ের শ্রমিকের তালিকায় বাংলাদেশ ৩ নম্বরে

দক্ষিণ এশিয়ায় শ্রমের মজুরি সবচেয়ে কম দেয় শ্রীলঙ্কা। আর স্বল্প মজুরির দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ভুটান। এরপর অর্থাৎ তৃতীয় অবস্থানে বাংলাদেশ রয়েছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে এমন তথ্য এসেছে।

আইএলওর গ্লোবাল ওয়েজ রিপোর্টে (২০২৪-২৫) বলা হয়েছে, শ্রীলঙ্কায় ২৫.৯ শতাংশ শ্রমিক স্বল্প মজুরি পায়, ভুটানে পায় ১৩.৮ শতাংশ। সেখানে বাংলাদেশের সব শ্রমিকদের মধ্যে স্বল্প মজুরির শ্রমিকের সংখ্যা ১১.২ শতাংশ।

এদিক দিয়ে ভাল অবস্থানে আছে পাকিস্তান। পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের সংখ্যা ৯.৪ শতাংশ। এরপর ভারতের অবস্থান, ১১.৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প মজুরির শ্রমিকদের মধ্যে নারীর সংখ্যা বেশি। মোট শ্রমিকের প্রায় অর্ধেক। সব দেশেই নারী শ্রমিকদের সংখ্যা বেশি, যারা স্বল্প মজুরি পান।

উন্নতি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সাল থেকে নিম্ন আয়ের সব দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মজুরিবৈষম্য কমেছে। অন্যদিকে ধনী দেশগুলোয় মজুরিবৈষম্য ধীর গতিতে কমছে।

আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বলেন, 'প্রকৃত মজুরির প্রবৃদ্ধি অবশ্যই ভালো একটি খবর।'

তিনি বলেন, 'তবে আমাদের ভুললে চলবে না যে, লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবার জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে ভুগছে। বিভিন্ন দেশের মজুরি বৈষম্য এখনো উচ্চ পর্যায়ে আছে।'

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন