শীত জেকে বসেছে উত্তর জনপদে। কয়েক দিন ধরে পঞ্চগড় জেলায় তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির সেলসিয়াসে। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় জেলার তেতুঁলিয়া উপজেলায়। ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এখন দিন যত যাবে তাপমাত্রা তত কমতে থাকবে।
সকাল থেকে জেলায় কুয়াশা না থাকলেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের তীব্রতা দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় শীত কমতে থাকে। বেলা গড়িয়ে বিকাল হতেই আবারও শুরু হয় শীত। রাতভর তীব্র শীত থাকে।
শীতে পাথরশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে গায়ে গরম কাপড় জড়িয়ে বের হচ্ছেন।