প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে দুই উপদেষ্টা
জরুরি সংস্কার শেষে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩০ পিএম
জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার। তবে সেটি সব রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় বিএনপি ও জামায়াত নির্বাচনের কথা বলেছে। নির্বাচনী উদ্যোগ হিসেবে সার্চ কমিটি হয়েছিল, কমিশন গঠন হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন এবং অন্যান্য কার্যক্রমও চলমান আছে। সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, বাংলাদেশের জনগণ যেজন্য জীবন দিয়েছেন সেই সংস্কারের দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরই নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো আসুক। আর নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তারা ভোটার তালিকা হালনাগাদসহ যা যা কাজ আছে তা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর ঠিক হবে।’
এ প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক প্রশ্নের জবাবে বলেন, ‘ছয়টি কমিশনকে ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা পেশ করার সময় দেওয়া হয়েছে। কেউ কেউ ডিসেম্বরেই দিতে পারবেন কেউ কেউ দুই-এক সপ্তাহ বেশি সময় নেবেন। এই সংস্কারগুলোর সঙ্গে নির্বাচনের একটি সম্পর্ক আছে। প্রস্তাবগুলো আসবে, জনগণ সেগুলো নিয়ে কথা বলবে। এরপর চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে। সে মোতাবেক সংস্কার কাজে ব্যবস্থা নেব আমরা।