ছবি: সংগৃহীত
বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ওয়েবসাইট কাজ করছে না। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে আর তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। সর্বশেষ রাত ১০টা ২০মিনিটেও (এই সংবাদ লেখার সময়) অনেকবার চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, (Bandwhidth Limit Execceded, Server is temporary unavilable)।
এর বাংলা হয় ব্যান্ডউইথড সীমা অতিক্রম করেছে, সার্ভার সাময়িকভাবে অনুপলব্ধ। অর্থাৎ ধারণক্ষমতার বেশি ইউজার প্রবেশ করায় সার্ভারটিতে ত্রুটি দেখা দিয়েছে।
তবে এ বিষয়ে ইসকন বাংলাদেশের পক্ষে থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসকনের ভেরিফায়েড ফেসবুক পেজেও কোনো তথ্য দেওয়া হয়নি।