Logo
Logo
×

সংবাদ

ভারতের সংসদে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আলোচনা হলো

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ভারতের সংসদে বাংলাদেশের হিন্দুদের নিয়ে যে আলোচনা হলো

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং ভাঙচুর নিয়ে ভারতের সংসদে আলোচনা হয়েছে। সেখানে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে প্রশ্ন তোলা হয়। 

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লোকসভায় (সংসদে) বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ নিয়ে কথা বলেন। তারা জানতে চান, বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতীমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কি না। ভারত সরকার এ বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কি না।

এসব প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সহিংসতার ঘটনা বেড়েছে স্বীকার করে সংসদকে বলেন, বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতীমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে। ভারতীয় সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। যার মধ্যে রয়েছে তাঁতিবাজারে পূজামণ্ডপে হামলা, সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরির ঘটনা। ভারত সরকার বাংলাদেশ সরকাকে হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। 

এমপিদের প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন