আদালত প্রাঙ্গণে বিক্ষোভ-ভাঙচুর
ইসকন নেতা চিন্ময়ের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
-6745ad9d16770.jpg)
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আদালতে শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় আদালত এলাকার মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করা হয়। এরপর থেকে ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
এনামুল হক নামের এক সেবাপ্রার্থী অভিযোগ করে বলেন, আদালতে তিনি জমি রেজিস্ট্রির জন্য এসেছিলেন। তাঁর দাড়ি-টুপি-পাঞ্জাবি দেখায় ইসকনের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীরা একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের সংখ্যা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এখনো (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) উত্তপ্ত আছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।