বিশৃঙ্খল ঘটনায় কলেজের কেউ জড়িত থাকলে ব্যবস্থা : নটর ডেম কলেজ
ছবি: সংগৃহীত
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে শিক্ষার শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ চেয়েছে রাজধানীর নটর ডেম কলেজ। এসব বিশৃঙ্খলার ঘটনায় আমাদের কোনো শিক্ষার্থী সম্পৃক্ত থাকে, তবে তাকে কলেজের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগে অভিযুক্ত করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৫ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা নটর ডেম পরিবার দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা, বিশৃঙ্খলা এবং হামলা-প্রতিহামলার ঘটনার জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করছি। আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ কামনা করি, যেখানে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে শিক্ষা গ্রহণ করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত কয়েকদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।
নটর ডেম কলেজ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চায় যে, যদি আমাদের কোনো শিক্ষার্থী এসব ঘটনায় সম্পৃক্ত থাকে, তবে তাকে কলেজের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হিংসা, রক্তপাত এবং ভাঙচুর কোনো সমস্যার সমাধান হতে পারে না, শিক্ষার্থীরা কেউ কারো প্রতিপক্ষ নয় বরং পরস্পরের বন্ধু। তাই, আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই আসুন, আমরা সবাই শান্ত থাকি এবং সবার প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখি।