Logo
Logo
×

সংবাদ

জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হলেন আরও ৪৫ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ পিএম

জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হলেন আরও ৪৫ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পাদক সারজিস আলমসহ আরও ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই ৪৫ জনকে কমিটিতে সদস্যের অনুমোদন দেন।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নিম্নোক্ত ব্যক্তিদের ‘কেন্দ্রীয় সদস্য’ ঘোষণা করা হলো—

১. সারজিস আলম

২. আলী আহসান জোনায়েদ 

৩. দেবাশীষ চক্রবর্তী

৪. মোহাম্মদ এজাজ

৫. শেখ তাসনিম আফরোজ ইমি

৬. কৈলাশ চন্দ্র রবিদাস

৭. রাফে সালমান রিফাত

৮. উশ্যেপ্রু মারমা 

৯. উম্মে হাবিবা বেনজির

১০. মীর আরশাদুল হক

১১. আলী নাছের খান 

১২. মামুনুর রশীদ 

১৩. আবু সাঈদ লিওন 

১৪. সাকিব মাহদী 

১৫. জোবাইরুল হাসান আরিফ

১৬. সৈয়দা নীলিমা দোলা  

১৭. শরিফ ওসমান হাদি 

১৮. আলী আম্মার মুয়াজ 

১৯. আরেফিন মোহাম্মদ 

২০. ভীম্পাল্লী ডেভিড রাজু 

২১. কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম  

২২. সোনামণি কর্মকার

২৩. ডাঃ মিনহাজুল আবেদীন

২৪. সাইদ উজ্জ্বল 

২৫. মোঃ বুরহান উদ্দিন নোমান

২৬. মোঃ রাকিব হোসেন 

২৭. মোঃ আরিফুর রহমান (তুহিন)  

২৮. রাফিদ ভুঁইয়া 

২৯. জয়নাল আবেদীন শিশির 

৩০. জনি আকন্দ 

৩১. মিয়াজ মেহরাব তালুকদার

৩২. মোঃ নাইম আহমাদ 

৩৩. সাগর বড়ুয়া 

৩৪. প্লাবন তারিক 

৩৫. এম ওয়ালি উল্লাহ 

৩৭. মোশফিকুর রহমান জোহান 

৩৮. সাদিয়া ফারজানা 

৩৯. সাইফুল্লাহ হায়দার

৪০. মোল্লা মোহাম্মদ ফারুক এহছান 

৪১. এহতেশাম হক  

৪২. অরণি সেমন্তি খান

৪৩. মাহবুব আলম মাহির 

৪৪. ডাঃ আশরাফুল আলম সুমন  

৪৫. দ্যুতি অরণ্য চৌধুরী

(বিঃ দ্রঃ সদস্যদের নামের ক্রম জেষ্ঠ্যতা বিচারে নয়।)

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন