Logo
Logo
×

সংবাদ

পুশাবের আয়োজনে জুলাই বিপ্লব: আশাবাদ এবং প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

পুশাবের আয়োজনে জুলাই বিপ্লব: আশাবাদ এবং প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের (পুশাব) আয়োজনে ‘জুলাই বিপ্লব: আশাবাদ এবং প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নেত্র নিউজের চিফ এডিটর তাসনিম খলিল, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, মানবাধিকার কর্মী ও ফটো সংবাদিক শহিদুল আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ছাত্রশিবিরের অফিস সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, সাবেক অ্যালামনাই কেএম নাজমুল, জাকারিয়া, রিয়াজ, তানজিল প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংলাপে শিক্ষার্থীরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিছু পাওয়ার আশায় আন্দোলন করেনি। তারা সবসময়ই দেশের জন্য নেমে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তবে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশ গঠনে আরও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য আহ্বান জানাই, পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো দেশ যে ঐক্যবদ্ধ আয়োজন হয়েছিল তা সামনে ধরে রাখার ব্যত্যয় জানিয়েছেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন