Logo
Logo
×

সংবাদ

সব ছাত্র সংগঠন নিয়ে জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

সব ছাত্র সংগঠন নিয়ে জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার প্লাটফর্মটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

সোমবার সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ সভা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের ফোন করে ডাকা হয়েছে বলে একাধিক ছাত্রসংগঠনের নেতারা জানিয়েছে। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে। ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন