Logo
Logo
×

সংবাদ

প্রথম আলো অফিসের সামনে ‘গরু জবেহ’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

প্রথম আলো অফিসের সামনে ‘গরু জবেহ’ কর্মসূচি ঘিরে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সামনে ‘জিয়াফত’ ও ‘গরু জবেহ’ কর্মসূচিতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে হয়েছে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আজ রবিবার বিকেলে এ ঘটনায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনা সদস্য সদস্যরা টহল দিচ্ছে।

বিক্ষোভকারীরা প্রথম আলোকে ‘ভারতপন্থি’ আখ্যা দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছিল। এর ধারাবাহিকতায় তারা আজ কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয়। বিকেল থেকে তারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি বেধে যায়। সন্ধ্যায় তা গড়ায় সংঘাতে।

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক জানান, ‘জিয়াফত’ কর্মসূচি পালনের কথা বলে রবিবার বিকেলে দুটো গরু নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের আসেন কিছু মানুষ। এ সময় তাদের পুলিশ বাধা দেয়। পরে তারা প্রথম আলো কার্যালয় প্রগতি ভবনের সামনে থেকে সরে এক পাশে এসে গরু জবাই করে। পুলিশ তাদের কয়েক দফায় সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যায় সেখান থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শোনা যায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ওরা কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করে আসছে। আজকে ওদেরকে সরে যেতে বলার পরও তারা যাচ্ছে না। কয়েকটা সাউন্ড গ্রেনেড মারার পরও তারা সরছে না।

সন্ধ্যায়  ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার এসআই আকরাম হোসেন বলেন, এখন কারওয়ানবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা তাদের সঙ্গে আছি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন