Logo
Logo
×

সংবাদ

গুমবিষয়ক তদন্ত কমিশনের সুপারিশের কাউকে চাকরিচ্যুত করা হয়নি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

গুমবিষয়ক তদন্ত কমিশনের সুপারিশের কাউকে চাকরিচ্যুত করা হয়নি

গুমবিষয়ক তদন্ত কমিশনের সুপারিশের কাউকে চাকরিচ্যুত করা হয়নি বলে জানিয়েছেন গুমবিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আজ রবিবার রাতে গুমবিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি। বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে-- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’




Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন