বাংলা আউটলুকের ফয়সাল মাহমুদকে নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম
বাংলা আউটলুকের ইংরেজি বিভাগের সম্পাদক ফয়সাল মাহমুদ
সাংবাদিক ফয়সাল মাহমুদকে দুই বছরের জন্য নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ফয়সাল আল জাজিরা, নিক্কেই এশিয়া এবং আনাদোলু এজেন্সিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বিষয়ে প্রতিবেদন করেছেন।
তার লেখাগুলো এশিয়া টাইমস, দ্য নিউ হিউম্যানিটারিয়ান, রেস্ট অব ওয়ার্ল্ড, দ্য ওয়্যার, স্ক্রল.ইন, ভয়েস অফ আমেরিকা, এবং দ্য ডিপ্লোম্যাট-এর মতো প্রকাশনায় প্রকাশিত হয়েছে।
ফয়সাল অনলাইন নিউজ প্ল্যাটফর্ম বাংলা আউটলুক (ইংরেজি)-এর সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (BJIM)-এর সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ফয়সাল বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য ড. মো. আলী মুর্তুজার কনিষ্ঠ পুত্র এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহীদ আসাদ) ভাতিজা।