Logo
Logo
×

সংবাদ

হাসিনার পুত্র জয়ের মিথ্যা অভিযোগের জবাবে যা বললেন নিউ এজ সম্পাদক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫১ পিএম

হাসিনার পুত্র জয়ের মিথ্যা অভিযোগের জবাবে যা বললেন নিউ এজ সম্পাদক

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্টে করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি।

গত ১৬ নভেম্বর জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে দাবি করা হয়, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে চাপ দিয়ে একটি সংবাদ সরিয়ে ফেলতে বাধ্য করেছে। জয় পোস্টে দাবি করেন, নিউ এজ ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল যে, বর্তমান সরকারের প্রথম ৫২ দিনে ৮ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং সেই প্রতিবেদনটি চাপের মুখে সরিয়ে নেওয়া হয়েছে।

জয়ের এমন অভিযোগের জবাবে নিউ এজ সম্পাদক তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এটি একটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। কোনো সরকারি সংস্থা আমাকে বা নিউ এজ-কে এই প্রতিবেদন সরানোর নির্দেশ দেয়নি এবং আমরা খবরটি সরাইওনি’।

নুরুল কবির আরও লেখেন, ‘মি. সজিব ওয়াজেদ জয় হয়তো জানেন না বা জানার চেষ্টা করেননি যে, এমনকি ড. ইউনূসের প্রশাসন যদি আমাদের কাছ থেকে খবর সরানোর অনুরোধ করতও, তবু আমরা তা করতাম না। নিউ এজ সব সময় স্বাধীন সাংবাদিকতার জন্য পরিচিত এবং আমরা কোনো সরকারের কাছে মাথা নত করিনি। এমনকি তার মায়ের সরকারের সময়ও নয়’।

তিনি আরও লেখেন, ‘আমাদের পত্রিকা সব সময় নীতি ও পেশাগত সততার জন্য প্রচুর মূল্য দিয়েছে। অতীতের কোনো সরকারই আমাদের এই সততা থেকে বিচ্যুত করতে পারেনি। সুতরাং জয়ের এই দাবি একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয়’।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন