১৮ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পায় জামায়াতে ইসলামী। আমন্ত্রণ পেয়ে দলের আমির ডা. শফিকুর রহমানসহ দলটির ছয় নেতা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে তার উপস্থিত হন। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমির শফিকুর রহমান।
আমির ছাড়া জামায়াতের অন্য নেতারা হলেন- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ এবং নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
এর আগে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেষবারের মতো সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াত নেতারা। পরে ওয়ান ইলাভেনের সময়ে কারাগারে ছিলেন দলটির শীর্ষ নেতারা। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আর আমন্ত্রণ পায়নি জামায়াত।
এদিকে, বৃহস্পতিবারই যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরেন শফিকুর রহমান। তার সঙ্গে সেনাকুঞ্জে যান জামায়াতের অন্য নেতারা।