জামায়াতে ইসলামীর আমির
হাসিনাকে বেশি বেশি ফ্যাসিস্ট বললে সওয়াব হইলে আরও বেশি বলব
ডা. শফিকুর রহমান। ছবি: বাংলা আউটলুক
শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি বলি এবং মনে করি। কিন্তু আমি বলছি, খুব বেশি বললে সওয়াব হইলে আরও বেশি বলব।
সম্প্রতি লন্ডনে বাংলা আউটলুককে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন জামায়াতের আমির। সাক্ষাৎকারটি নিয়েছেন জুলকারনাইন সায়ের।
সাক্ষাৎকারে জুলকারনাইন সায়ের জামায়াতের আমিরকে প্রশ্ন করেছিলেন, ‘আমার একটা বেশ কৌতূহলী প্রশ্ন, সেটা হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে প্রায়ই দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রশ্ন হয় যে, জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কেন বলেন না? আপনি কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে মনে করেন না?’
উত্তরে জামায়াতের আমির বলেন, ‘আমি বলি এবং মনে করি। কিন্তু আমি বলছি, খুব বেশি বললে সুয়াব হইলে আরও বেশি বলব। কালকে এখানে একটা প্রোগাম ছিল, আমি সেখানে বলেছি, যে বিষয়টি সত্য সেটি বার বার বলার দরকার পড়ে না। সত্য যেটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটার পক্ষে আর বেশি সাক্ষীর দরকার পড়ে না। কিন্তু মিথ্যাকে সত্যে পরিণত করতে হলে শতবার বলতে হয়। এটা তো সত্য। মানুষ তো চোখের সামনে তাদের ফ্যাসিজম দেখেছে। এবং তাদের সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসী মানে এটা ফ্যাসিস্ট। তারা আত্মস্বীকৃত ফ্যাসিস্ট। তারা বলেছে না, এই আন্দোলন দমানোর সময়, এদেরকে ঠিক করার জন্য ছাত্রলীগ যথেষ্ট? এবং আমরা ছাত্রলীগকেই দায়িত্ব দেব? সেই উসকানি খেয়েই তো ছাত্রলীগ ঢুকে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর পাগলরা ঢুকে পিটাল ছেলেদেরকে। পিটাইছে মেয়েদেরকে। এদের তো হুঁশও ঠিক নাই। তো সেই রকম একটা দলকে আপনি কী বলবেন ফ্যাসিবাদী ছাড়া? আমি বলছিলাম এটা বার বার বলা দরকার নাই। মানুষ তো জানে এরা ফ্যাসিবাদী। তারপরও দেশের মানুষ প্রত্যাশা করে অন্যটা। বলে, এদের ফ্যাসিবাদ যাতে মানুষ ভুলে না যায়, তাই তাই বলতে হবে বার বার। আমার এখানে কোনো ডিফারেন্স নাই।’