সশস্ত্র বাহিনী দিবস
খালেদা জিয়ার সঙ্গে ড. ইউনূসের কুশল বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালিক এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার পাশেই বসেন।
অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায়।
এর আগে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার গাড়ি বহর রওয়ানা করে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা রয়েছেন।
এরই মধ্যদিয়ে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন সবশেষ সিলেট সফর করেন।
এর আগে মঙ্গলবার রাতে সেনা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান এই আমন্ত্রণ পত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।