Logo
Logo
×

সংবাদ

গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কক্সবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কক্সবাজারে গ্রেপ্তার

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। 

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে হোটেল দি কক্সটুডের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের অভিজাত হোটেল 'দি কক্সটুডেতে' অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। 

পুলিশ সুপার আরও জানান, কক্সবাজারে পরবর্তী কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন