বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধে আজও গাজীপুরে যান চলাচল বন্ধ
এক মাসের বকেয়া বেতন দাবিতে আজও (মঙ্গলবার, ১৯ নভেম্বর) গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো শ্রমিকেরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে ডরিন ও আইরিশ কারখানা শ্রমিকরা। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
গতকাল সোমবারও সারাদিন সড়ক অবরোধ করে রেখেছিল এই শ্রমিকরা। আর কয়েক দিন আগে টিএনজেড কারখানা শ্রমিকরা এই সড়ক টাকা ৬২ ঘণ্টা অবরোধ করে রেখেছিল বকেয়া বেতনের দাবিতে।
শিল্প পুলিশ বলছে, বেক্সিমকো পার্কে প্রায় ৪১ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসের তাদের বেতন প্রায় ৮০ কোটি টাকা। মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া হতো। কিন্তু গণঅভুত্থানের পর মালিকরা পলিয়ে যাওয়ায় বা গ্রেপ্তার হওয়ায় এখন বেতন ঠিকমতো পাচ্ছে না শ্রমিকরা।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রমিকরা প্রতিদিনের মতোই আজও সড়ক অবরোধ করে রেখেছে। তারা সারাদিন অবরোধ করে রেখে রাতে স্বেচ্ছায় ফিরে যায়। তবে কারখানা কর্তৃপক্ষ বেতন দেবে এমন কোনো আশ্বাস এখনও দেয়নি। ফলে কবে এ সমস্যার সমাধান হবে তার ঠিক নেই।