সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ৫ ঘণ্টা অবরোধের পর সড়ক ও রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা।পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার বিকেল ৪টার দিকে সড়ক ছেড়ে কলেজের দিকে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা।
এর আগে আজ সোমবার বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। তারপরও তারা কর্মসূচি চালিয়ে যান।
শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রাখায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে অন্যান্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা চলন্ত ট্রেন থামানোর চেষ্টা করেন। পরে তাঁরা ট্রেন লক্ষ্য করে ইট–পাটকেল ছুড়তে থাকেন। এতে ট্রেনের জানালার কাচ ভেঙে যাত্রীরা আহত হয়।
বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল বলেন, মহাখালী রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থা ভয়াবহ। ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তারা ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আন্দোলনকারীরা হামলা চালিয়ে ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে জানালার কাঁচ ভেঙে ফেলেছেন। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকা স্টেশনে আনা হয়। আর উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছে।