ছবি: সংগৃ
রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
আজ রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ দুর্ঘটনায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে রিকশার যাত্রী নিহত হন এবং আহত হন রিকশাচালক। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মো. আরিফ জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা ততটা গুরুতর নয়।