Logo
Logo
×

সংবাদ

স্বৈরাচারের দোসর প্রমাণিত হলে ব্যবস্থা: সমাজকল্যাণ উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

স্বৈরাচারের দোসর প্রমাণিত হলে ব্যবস্থা: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদষ্টো শারমীন এস মুরশিদ বলেছেন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কেউ পতিত স্বৈরাচারের প্রেতাত্মা বা দোসর প্রমাণিত হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো আপস করা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আপনাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তা আমাদের কাছে পেশ করুন। 

আজ শনিবার রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সমাজকল্যাণ উপদষ্টো আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্র-জনতার সংগ্রামের ফল। ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি ও পতাকা পেয়েছি। কিন্তু সাম্য, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হওয়ায় স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। এজন্য ছাত্র-জনতাকে আবারও ২০২৪ সালে সংগ্রাম করতে হলো। আজকের বাংলাদেশের ইতিহাস ছাত্র-জনতার সংগ্রামের ফল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন